বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত হলেও চাকরি নেই কপালে

7475-7


 বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত 

"মোঃ মনিরুজ্জামান বাদল"। যিনি নেত্রকোনা জেলার পূূর্বধলা উপজেলার, পূর্ব-ভিকুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আগামী ২০২৩ সালের প্রথম ব্যাচেই তার ট্রেনিং শুরু হতে যাচ্ছিলো। কিন্তু সেই স্বপ্ন আর ধরা দিলোনা তার ভাগ্যে।
পরিবারে দুই ভাই এবং দুই বোনের মধ্যে তিনিই বড় সন্তান। বাবা কৃষক আর মা গৃহিনী এরকম একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ শুরু করার আগেই নিয়তি সব বদলে দিলো। যা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক!


তিনি এক ঘর থেকে অন্য ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় অসতর্কতা এবং অনাকাঙ্ক্ষিত ভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং পরিস্থিতি ও ভাগ্যের লিখনে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

🤲 বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।


🔸 পরামর্শঃ সেনাবাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রতি অনুরোধ, দয়াকরে অত্যন্ত সতর্কতার সাথে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করুন। কারন সৈনিক হওয়ার পরেই কেবলমাত্র আপনার এবং আপনার পরিবারের দায়িত্ব সেনবাহিনী নিবে এবং সুযোগ সুবিধার সাথে সম্পৃক্ত হতে পারবেন। আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা ইত্যাদি দায়িত্ব সেনাবাহিনীই পালন করবেন। কাজেই সৈনিক হওয়ার আগেই সম্ভাবনাময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন কার্যক্রম থেকে দূরে থাকুন।
2475-3

0 Comments