নিউ ওয়ার্কে শাকিব ও অপু ঘুরে বেড়াচ্ছে

7475-7

নিউ ওয়ার্কে ছেলেকে নিয়ে শাকিব ও অপু ঘুরে বেড়াচ্ছে.










শাকিব খান-- আপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলছে আর গলছে। সোশ্যাল মিডিয়াতে তাদের ইঙ্গিত মিলেছে একাধিকবার। এবার নিউ ওয়ার্কে দুই জনকে বাচ্চা সাথে ঘুরতে দেখা গেছে।


শাকিব আপু দুজনি বর্তমানে নিউ ওয়ার্কে অবস্থান করেছেন।  সেখানেই ধারন করা হয়েছে একাটা মোবাইলের মাধ্যমে সেই ক্লিপের মাধ্যমে বোঝা গেলো। ভিডিওতে দেখা যায় যে ফুর ফুরা মেজাজে গাড়ি চালিয়ে ঘুরে বেরাচ্ছেন শাকিব খান তার বাচ্চা ও আপু বিশ্বাসকে নিয়ে। 
গারিতে তাদের ছেলে আব্রাহাম খুব হাঁসি খুশিতেই আছেন। 
২ জুলাই যুক্ত রাষ্ট্রের বিমানে পারি দেন শাকিব খান। ১৩ গুলাই রাতে আব্রাহাম খান জয় নামে শাকিব আপু বিশ্বাসের ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে পারি জমান আপু বিশ্বাস। জানা গেছে আপু বিশ্বাস নাকি সেখানে একটা অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলেন। 

নিউ ওয়ার্কে বিভিন্ন সুত্র বলছে যে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার  দুপরে ছেলে জয়কে নিয়ে সেখানে পৌঁছান তিনি। পরে সেদিন রাতে ও পরের দিন দিনের বেলা শাকিব খান আপু ও ছেলে জয় আব্রাহামকে  নিয়ে ঘুরে বেরিয়েছেন। 




শাকিব খানের ২০ বছর অভিনয়ের জীবনে এখন পর্যন্ত সর্বাধিক আভিনয় করেছেন এই আপু বিশ্বাস।
এবার ইদে শাকিবখানের  অভিনিত"প্রিওতমা" ও আপু বিশ্বাসের "লাল শাড়ি" প্রেক্ষাগৃহে মুক্তে পায়। 

এক ফেসবুক পোস্টের মাধ্যমে আপু নিবেদিত ""লাল শাড়ি" চলচিত্র দেখের আহবান জানায় শাকিব খান। এই ছিলো আজকের সংবাদ।



2475-3

0 Comments