নাগরিক সম্মেলন অনেককে ‘অনেক কিছু’ দিয়ে চাকরি পেতে হয়
আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে নির্বাচনী ইশতেহারের বেশ কিছু অঙ্গীকার এখনো বাস্তবায়ন করেনি। শিক্ষায় নিয়োগ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে বাণিজ্য এখনো বন্ধ করা যায়নি। এখনো এ খাতে অনেক সমস্যা রয়েছে। কর্মসংস্থান বাড়লেও মানসম্মত বা শোভন কর্মসংস্থানে এখনো পিছিয়ে আছে। অনেককে ‘অনেক কিছু’ দিয়ে চাকরি পেতে হয়। এভাবে চাকরি পাওয়ার পর সততা নিয়ে চাকরি করা কঠিন। তাই ঘুষ-দুর্নীতি কঠোর হাতে বন্ধ করতে হবে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক নাগরিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান ও জেন্ডার সমতা বিষয়ে তিনটি পৃথক অধিবেশন হয়। শিক্ষাবিষয়ক অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারের নানামুখী পদক্ষেপে বিদ্যালয় গমনোপযোগী প্রায় সব শিক্ষার্থীকে বিদ্যালয়ে আনা গেছে। তবে করোনার কারণে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ থাকায় সবাইকে ধরে রাখা যাবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। অনেকে ঝরে যেতে পারে। সাবেক শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেন।
শিক্ষিতরাই বেশি দুর্নীতি করে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কোথায় বাণিজ্য নেই? নিয়োগ-বাণিজ্য, কোচিং-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য কি কমেছে? দুর্নীতি তো কমছে না, শিক্ষিত লোকই তো আছে। মূল্যবোধের বালাই নেই। চর দখল, নদী দখল কি লেখাপড়া না জানা মানুষ করে?
শিক্ষক উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক এম নাজমুল হক বলেন, শিক্ষা খাতে টাকা বাড়ানো হয়েছে। কিন্তু মান কি বেড়েছে? মান বাড়াতে হলে শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে।
অধিবেশনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তুলনামূলক তথ্য তুলে ধরেন সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল। তিনি বলেন, শিক্ষার গুণগত উন্নয়নে জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এর আগে অধিবেশনে কর্মসংস্থান নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আখতার বলেন, পৃথিবীর সবচেয়ে কম মজুরি দিয়ে এখানে কাজ করানো হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী জাতীয় সংসদের ক্যানটিনের কর্মচারী এবং সাবরেজিস্ট্রি অফিসের পরিচ্ছন্নতাকর্মীদের কম মজুরির তথ্য তুলে ধরে বলেন, রাষ্ট্রই তো অশোভন কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইকো সোশ্যাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদউজ্জামান, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা। অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী রাতিয়া রেহনুমা।
Civic Conferences Many have to get jobs with 'a lot'
The Awami League government has not yet implemented several promises of the election manifesto in the education sector. Trade in various fields, including recruitment and trade in education, has not yet been stopped. There are still many problems in this sector. Although employment has increased, quality or decent employment is still lagging behind. Many have to get a job with 'a lot'. It is difficult to work honestly after getting a job like this. Therefore, bribery and corruption should be stopped with strict hands.
Speakers said these things at a civic conference on 'Commitment to National Development: Education, Quality Employment, Gender Equality' organized by the Center for Policy Dialogue (CPD) at a hotel in the capital on Saturday.
Apart from the opening ceremony, the day-long conference had three separate sessions on education, quality employment and gender equality. Speaking as a special guest in the education session, former education minister Nurul Islam Nahid said that almost all the students who are suitable for school have been brought to the school due to various measures of the government. However, there is concern as to whether or not everyone can be retained as Sasari's classes have been closed in the educational institution for two years due to Corona. Many may drop out. Former education minister emphasized on technical education.
Rasheda K Chowdhury, advisor to the former caretaker government, believes that the educated do more corruption. In the president's speech, he said, where there is no trade? Recruitment-trade, coaching-trade, admission-trade has decreased? Corruption is not decreasing, there are educated people. Values do not exist. Char occupation, river occupation does not know education people?
Teacher Development Institute Director M Nazmul Haque said that money has been increased in the education sector. But has the value increased? To raise standards, teachers must raise standards.
Muntasir Kamal, research fellow of CPD, presented comparative information on the implementation of Awami League's election manifesto in the session. He said that the joint initiative of public representatives and people is necessary for quality development of education.
Speaking on employment earlier in the session, Jasd General Secretary and Member of Parliament Shirin Akhtar said that the world's lowest wages are paid here.
Jatiya Party Member of Parliament Shamim Haider Patwari pointed out the low wages of Jatiya Sangsad canteen employees and sub-registry office cleaners and said that the state is doing a dirty job.
President of Planning Ministry-related Parliamentary Standing Committee Abul Kalam Azad, Member of Parliament Kazi Nabil Ahmed, Director of CPD Khandkar Golam Moazzem, Executive Director of Eco Social Development Muhammad Shahiduzzaman, Khulna Divisional Head of Women Chamber of Commerce and Industry Shamima Sultana spoke on the occasion among others. CPD research associate Ratia Rehnuma presented the keynote paper in the session.
0 Comments