বিদেশ গিয়ে সইতে হয়েছে নির্মমতা, ফিরেও বড় বিপদে তাঁরা
কিরগিজস্তানে গেলে মাসে ৫২ হাজার টাকা বেতনে চাকরি হবে। দালালের এ কথায় বিশ্বাস করে বাড়ির জায়গা বন্ধক, ব্যাংক থেকে ঋণ এবং অনেকের কাছ থেকে ধারদেনা করে ৩ লাখ ২০ হাজার টাকা জোগাড় করেছিলেন। সেই টাকা দিয়ে দেশটিতে গিয়ে সারা মাস কাজ করে বেতন পান ১০ হাজার ৩০০ টাকা। তা থেকে নিয়োগকর্তা কেটে রাখেন সাত হাজার টাকা। কারণ হিসেবে বলেন, দালাল তাঁদেরকে বিক্রি করে দিয়েছেন। পরে দেশ থেকে জমি বিক্রি করে টাকা পাঠানো হয় কিরগিজস্তানে। সেই টাকা দিয়ে দেশে ফিরেছেন তিনি।
এ ঘটনার শিকার হয়েছেন কিশোরগঞ্জের মো. সজল মিয়া। দেশে ফেরার পরেও রেহাই পাননি তিনি। এখন দালালের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শুধু সজল নন, সরকার অনুমোদিতভাবে কিরগিজস্তানে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হওয়া সাত বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এবং রাইটস যশোর আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের কয়েকজন নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। তাঁরা হলেন নারায়ণগঞ্জের আমির হামজা, কুমিল্লার মোহাম্মদ অলিউল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান। একই ধরনের প্রতারণার শিকার হয়ে দুবাই থেকে ফেরত আসা ঝিনাইদহের মো. রুবেল ইসলামও শোনান তাঁর ভোগান্তির কাহিনি। দেশে ফেরত আসা ব্যক্তিদের সবাই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কিরগিজস্তানে পাচারকারী চক্রের হাতে এখনো বন্দী আছেন কুমিল্লার শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবু মুসা, জাহাঙ্গীর আলম, নরসিংদীর শামসুল ইসলাম এবং যশোরের নুরুজ্জামান।
একজনের কান্না অন্যজনকে ছুঁয়ে যায়
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জের আমির হামজা। আর কথা বলতে গিয়ে একজন যখন কান্নাকাটি করছিলেন, তখন পাশে বসা ভুক্তভোগীরাও চোখের পানি আটকে রাখতে পারেননি। তাঁদের জীবনের গল্পও তো প্রায় একই রকম। কেউ মায়ের কানের দুল বিক্রি করে, কেউ বোনের গরু বিক্রি করে, কেউ জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছিলেন। এখন তাঁরা সর্বস্বান্ত।
আমির হামজা বলেন, ‘আমাদের বাঁচান। আড়াই মাস বয়সী বাচ্চার খাবার কেনার টাকাও নাই। দালালের হুমকি তো আছেই। এখন আমরা কী করমু?’
ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রাজমিস্ত্রির কাজ করতেন। মায়ের কানের দুল, তিনটি গরু বিক্রিসহ বিভিন্নভাবে টাকা জোগাড় করে কিরগিজস্তানে গিয়েছিলেন তিনি। মেহেদী বলেন, ভেবেছিলেন ঋণ করে গেলেও সমস্যা হবে না। সেখানে গিয়ে যে বেতন পাবেন, তা দিয়ে কয়েক মাসের মধ্যেই সব ঋণ পরিশোধ করে ফেলবেন। তিনি বলেন, ‘৫২ হাজার টাকার জায়গায় ১০ হাজার টাকা বেতন দেইখ্যা আমি আকাশ থেইক্যা মাটিত পইড়া গেছি। সেই টাকা থেইক্যাও আবার মালিক টাকা কাইট্যা নেয়। বিদেশ গেছিলাম, আর এখন ফকিরের চেয়েও খারাপ অবস্থায় আছি। ফকির মানুষের কাছে টাকা চাইতে পারে, আমি তা–ও পারি না।’
কিরগিজস্তানে টাকা দিতে না চাইলে নিয়োগকর্তা হিংস্র বাঘের মতো আচরণ করতেন বলে জানান মেহেদী হাসান। তিনি বলেন, ‘একদিন ঘোড়ার চাবুক দিয়া একজনরে মাইর শুরু করে। তারে বলছি, তুই আমার বাপ, মারিস না, তা–ও কথা শুনে নাই।’
কুমিল্লার অলিউল্লাহ বলেন, কিরগিজস্তানে যাওয়ার আগে দালাল বলেছিল, সুইয়ের মধ্যে সুতা লাগাতে পারলে আর একটু সেলাই করতে পারলেই মাসে ৫২ হাজার টাকা পাওয়া যাবে। অথচ সেখানে কত কাপড় সেলাই হচ্ছে, সে হিসেবে বেতন দেওয়া হতো। বাংলাদেশে যে জিনিসের দাম ৩০ টাকা, সেখানে তা কিনতে হতো ২০০ টাকায়। শীতের দেশ, বরফ পড়ে।
অলিউল্লাহ বলেন, ‘একসময় মনে হয়েছে, এখানে মরে গেলে বরফের নিচে লাশ রেখে এলে কেউ খোঁজও পাবে না।’ অলিউল্লাহ পাসপোর্ট উদ্ধারের জন্য বাংলাদেশ থেকে ৪০ হাজার টাকা নিয়ে ওই দেশের নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করেন। দেশে ফেরার খরচসহ তাঁর খরচ হয়েছে চার লাখ টাকা। ঋণের টাকার জন্য প্রতি মাসে কিস্তি পরিশোধের তাগিদ দিচ্ছেন পাওনাদারেরা। অলিউল্লাহ বললেন, ‘খুব বিপদের মধ্যে আছি।’
দুবাই থেকে ফেরত আসা রুবেল ইসলাম জানালেন, তিনি দুবাই গিয়ে কোনো কাজ পাননি। সেখানে যাওয়া, পাঁচ মাসের থাকা–খাওয়া, দেশে ফেরা—সব মিলে খরচ হয়েছে ছয় লাখ টাকা। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা রুবেল প্রথম আলোকে বলেন, ‘লাভ তো কিছু হইল না। লস খাইয়্যা চলে আসলাম।’
রুবেল ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় রিক্রুটিং এজেন্সি এয়ার চ্যানেল ইন্টারন্যাশনালের মালিক ও দালালের বিরুদ্ধে মামলা করেছেন। রুবেলের কাছে পাসপোর্ট, সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ইস্যু করা স্মার্টকার্ড কিছুই সঙ্গে আনতে পারেননি। তিনি দেশে ফিরেছেন আউটপাস নিয়ে।
দুটি সংস্থার প্রতিনিধিরা যা বললেন
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি জানান, কিরগিজস্তান ও দুবাই থেকে এই শ্রমিকেরা ভিডিও কলসহ বিভিন্নভাবে যোগাযোগ করে তাঁদের অবস্থার কথা জানান। কিরগিজস্তানের একটি মানবাধিকার সংগঠন এই শ্রমিকদের উদ্ধারে এগিয়ে এসেছিল। পরে সহায়তার হাত বাড়িয়ে দেয় রাইটস যশোর। কিরগিজস্তান থেকে সাতজনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও সাতজন এখনো বন্দী আছেন। দুবাইতেও একজন বন্দী আছেন। এই শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বললে বিএমইটি নানা টালবাহানা করছে। অথচ এ সংস্থার ক্লিয়ারেন্স নিয়েই শ্রমিকেরা বৈধ পথে বিদেশ গিয়েছিলেন। ওই দেশের মালিকের সঙ্গে যোগাযোগ না করে এই শ্রমিকদের পাঠাল কেন?
বিনয় কৃষ্ণ মল্লিক আক্ষেপ করে বলেন, তাঁর সংগঠন ৩০ বছর ধরে অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে এবং পাচারের শিকার ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আর এ অপরাধে তাঁর বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা এখনো চলছে। প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে।
রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক সি আর আবরার বলেন, এই শ্রমিকেরা দালালের মাধ্যমে গেলেও তাঁরা বৈধ পথে বিদেশ গিয়েছেন। যাওয়ার পর বুঝতে পেরেছেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এই শ্রমিকদের পাশে নিজেদের স্বার্থেই দাঁড়াতে হবে। রেমিট্যান্স পাঠানো অভিবাসী শ্রমিকদের পাশে না দাঁড়ালে দেশের সংকট আরও ঘনীভূত হবে। সবার নৈতিক দায়িত্ব মনে করেই এই শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। এদের ভোগান্তির পেছনে যে এজেন্সি এবং সরকারি কর্মকর্তারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দালালদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
They had to endure brutality while going abroad, and they are in great danger when they return
If you go to Kyrgyzstan, you will get a job with a salary of 52 thousand taka per month. Believing the words of the broker, he collected 3 lakh 20 thousand taka by mortgage of the house, loan from the bank and loans from many people. With that money, he went to the country and worked for a whole month and got a salary of 10 thousand 300 taka. The employer deducts seven thousand rupees from that. As the reason said, the broker sold them. Later, money was sent to Kyrgyzstan by selling land from the country. He returned home with that money.
Md Kishoreganj was the victim of this incident. Sajal Mia Even after returning home, he was not spared. Now he is running away because of fear of the broker. Not only Sajal, seven Bangladeshi workers who had gone to Kyrgyzstan with the permission of the government and suffered inhumane torture have returned home.
At the press conference organized by Refugee and Migratory Movement Research Unit (Ramru) and Rights Jessore at Dhaka Reporters Unit today, some of them highlighted their plight. They are Amir Hamza of Narayanganj, Mohammad Aliullah of Comilla and Mehdi Hasan of Brahmanbaria. Jhenaidher returned from Dubai after being a victim of similar fraud. Rubel Islam also told the story of his suffering. Not all returnees could attend the press conference.
It was informed in the press conference that Shariful Islam of Comilla, Alamgir Hossain, Delwar Hossain, Abu Musa, Jahangir Alam, Shamsul Islam of Narsingdi and Nuruzzaman of Jessore are still imprisoned by the trafficking gang in Kyrgyzstan.
One's cry touches another
Amir Hamza of Narayanganj burst into tears at the press conference. And when one was crying while talking, the victims sitting next to them could not hold back their tears. Their life stories are almost the same. Some raised money by selling mother's earrings, some by selling sister's cows, some by mortgaging land. Now they are independent.
Amir Hamza said, 'Save us. There is no money to buy food for a two-and-a-half-month-old baby. The threat of brokers is there. What do we do now?'
Mehedi Hasan of Brahmanbaria worked as a mason. He went to Kyrgyzstan by raising money in various ways, including selling his mother's earrings and three cows. Mehdi said, he thought there would be no problem even if he took a loan. With the salary you will get there, you will pay off all the debts within a few months. He said, "Instead of 52,000 taka, I paid 10,000 taka. I fell from the sky to the ground." Even with that money, the owner takes the money again. I went abroad, and now I am worse than a fakir. Fakir can ask people for money, I can't do that either.'
Mehdi Hasan said that the employer behaved like a ferocious tiger if he did not want to pay money in Kyrgyzstan. He said, "One day, with a horse's whip, Ekre started Mair. I told him, you are my father, don't kill me, I didn't hear that.'
Aliullah of Comilla said, before going to Kyrgyzstan, the broker said that if you can thread a needle and do a little sewing, you can get 52 thousand taka a month. However, the salary was paid according to how many clothes were being sewn there. In Bangladesh, the thing that costs 30 taka, had to buy it for 200 taka. Winter land, snow falls.
Aliullah said, "I once thought that if you die here and leave your body under the snow, no one will find you." Aliullah took 40,000 taka from Bangladesh to recover his passport and sued the employer of that country. Including the cost of returning to the country, he has spent four lakh taka. Creditors insist on paying monthly installments for the loan amount. Aliullah said, "I am in great danger."
Rubel Islam who returned from Dubai said that he did not get any job in Dubai. Going there, staying for five months, returning to the country - all together cost six lakh taka. Rubel, who has studied up to HSC, told Prothom Alo, "There was no profit." I came to lose food.
Rubel sued the owner and broker of recruiting agency Air Channel International under various sections of the 2012 Prevention and Suppression of Human Trafficking Act. Rubel could not bring passport, smart card issued by the government's Bureau of Manpower, Employment and Training (BMET). He returned to the country with an outpass.
Here's what representatives of the two companies said
Vinay Krishna Mallick, Executive Director of Rights Jessore read the keynote speech at the press conference. He said that these workers from Kyrgyzstan and Dubai communicated about their condition through video calls. A human rights organization in Kyrgyzstan came forward to rescue these workers. Later, Rights Jessore extended a helping hand. Although it was possible to bring seven people back from Kyrgyzstan, seven are still in captivity. There is also a prisoner in Dubai. When talking about bringing back these workers, BMET is making various arguments. But with the clearance of this organization, the workers went abroad legally. Why send these workers without contacting the owner of that country?
Vinoy Krishna Mallick lamented that his organization has been working for 30 years for the rights of migrant workers and repatriation of victims of trafficking. And four false cases are still going on against him in this crime. Constantly being harassed.
Ramru Executive Director Professor CR Abrar said that these workers went abroad through brokers but they went abroad legally. After leaving, they realized that they had been cheated. These workers should stand by their own interests. The country's crisis will intensify if the migrant workers who send remittances do not stand by. Remembering the moral responsibility of all, we should stand by these workers. The agencies and government officials who are responsible for their suffering should be identified and brought under the law and punishment should be ensured. Brokers should also be held accountable.
0 Comments