গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন
মেড ইন চায়না, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ফিনল্যান্ড লেখা মুঠোফোনগুলো দেখে বোঝার উপায় নেই সেগুলো নকল। সারা দেশে বিক্রিও হচ্ছিল এসব মুঠোফোন। কিন্তু এগুলো তৈরি হচ্ছিল রাজধানীর গুলিস্তানের একটি ছোট ঘরে। তৈরি করছিলেন পঞ্চম শ্রেণিতে পাস একজন মুঠোফোন মেরামতকারী।
সেখানে অভিযান চালিয়ে মো. স্বপন (২৬) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। সেখান থেকে ১ হাজার ৪৯৫টি নকল মুঠোফোন জব্দও করা হয়েছে। সোমবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার নকল মুঠোফোন তৈরির ওই কারখানায় অভিযান চালিয়ে মুঠোফোনে ভুয়া আইএমইআই নম্বর বসানোর যন্ত্রও পাওয়া গেছে। সেখানে দিনে অন্তত ৫০টি নকল মুঠোফোন তৈরি করা হতো।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্বপনের গ্রামের বাড়ি জামালপুরে। দুই বছর আগে কাজের সন্ধানে তিনি ঢাকার মতিঝিলে আসেন। সেখানে একটি অফিসে কিছুদিন অফিস সহকারী হিসেবে চাকরি করেন। সেখানকার একজন কর্মীর মাধ্যমে তাঁর এক মুঠোফোন মেরামতকারীর সঙ্গে পরিচয় হয়।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, স্বপন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তাঁর প্রযুক্তিজ্ঞান ভালো ছিল। একপর্যায়ে তিনি অফিস সহকারীর চাকরি ছেড়ে বিনা বেতনে মুঠোফোন মেরামতের কাজ শুরু করেন। এই কাজ শেখার পর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মুঠোফোন তৈরি শুরু করেন। গত দুই বছরে প্রায় ১০ হাজার নকল মুঠোফোন তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছেন।
আরিফ মহিউদ্দিন জানান, প্রতিটি মুঠোফোন তৈরিতে স্বপনের খরচ হতো ৫০০ থেকে ৮০০ টাকা। এগুলোর প্রতিটি তিনি বিক্রি করতেন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়। এভাবে অর্থ আয় করে গত দুই বছরে স্বপন তাঁর গ্রামে অনেক জমি কিনেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
Fake mobile phones were being manufactured in Gulistan
There is no way to understand the phones written Made in China, Made in Vietnam, Made in Finland, they are fake. These mobile phones were being sold all over the country. But they were being made in a small room in Gulistan in the capital. A 5th class pass was making a mobile phone repairer.
There raided. The fraudster named Swapan (26) was arrested by RAB. 1 thousand 495 fake mobile phones were also seized from there. This information was given in a press conference at RAB's media center in Dhaka's Karwan Bazar on Monday.
In a press conference, the commander of RAB-3, Lt. Col. Arif Mohiuddin Ahmed, said that on Sunday, during a raid on the fake cell phone factory, a device for putting fake IMEI number on the cell phone was also found. At least 50 fake mobile phones were manufactured there a day.
It was said in the press conference that Swapan's village house is in Jamalpur. Two years ago, he came to Motijheel in Dhaka in search of work. There he worked as an office assistant for some time in an office. He met a mobile phone repairman through a worker there.
RAB official Arif Mohiuddin said, although Swapan studied up to the fifth standard, his technical knowledge was good. At one point, he quit his job as an office assistant and started repairing mobile phones without pay. After learning this job, he started making mobile phones by watching various videos on YouTube. In the last two years, about 10,000 fake mobile phones have been made and distributed in different areas of the country.
Arif Mohiuddin said, Swapan used to spend 500 to 800 taka to make each mobile phone. He used to sell each of these for 1,500 to 2,000 taka. During the initial interrogation, Swapan has admitted that he has bought a lot of land in his village in the last two years by earning money in this way.
0 Comments